'বিষাক্ত পরিবেশ'-এ বাধা পায় সন্তানের মানসিক বিকাশ
বিষণ্নতা এবং নানামুখী চাপে সৃষ্ট এক 'বিষাক্ত পরিবেশে' শিশু এবং কম বয়সি ছেলে-মেয়েদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আর এ তথ্য সাম্প্রতিক এক নিরীক্ষাধর্মী জরিপে বের হয়ে এসেছে। ব্রিটেনে ইয়ংমাইন্ডস নামে একটি জাতীয় পর্যায়ের চ্যারিটির উদ্যোগে ১১ থেকে ২৫ বছর বয়সি ২ হাজার ছেলে-মেয়ের ওপর এ নিরীক্ষা পরিচালিত হয়। নিরীক্ষায় দেখা গেছে, বিফল হওয়ার ভয়, কষ্টে আর্তচিৎকার, নানা চাপে দিশেহারা এবং বিষণ্নতা নিয়ে বসবাস করে এরা। তাদের বিভিন্ন প্রশ্নের একটি তালিকা দেওয়া হয়। এদের অর্ধেকেরই বেশি বিশ্বাস করে যে, স্কুল...
Posted Under : Health News
Viewed#: 35
See details.

